Logo

সারাদেশ

বেতন-বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ২১:৪৪

বেতন-বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও চাকরি অবসানের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

সোমবার (১২ মে) দুপুর ১২টা থেকে উপজেলার কাঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ‘রোর ফ্যাশন লিমিটেড’ নামের একটি বন্ধ কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। দুই ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, গেল ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন, ঈদুল ফিতরের বোনাস এবং চাকরি অবসানের চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ১১ মে লিখিত আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে মালিকপক্ষ পাওনা পরিশোধ করেনি এবং তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন।

দুই ঘণ্টা অবরোধ চলার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে শ্রমিকরা আন্দোলন স্থগিত করেন।

খবর পেয়ে সেনাবাহিনী, ভালুকা মডেল থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানা সূত্রে জানা যায়, ‘রোর ফ্যাশন লিমিটেড’ তৈরি পোশাক কারখানাটি অগ্রণী ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করত। তবে গত ৫ আগস্টের পর থেকে ব্যাংক থেকে তেমন সহযোগিতা না পাওয়ায় প্রতিষ্ঠানটি চরম আর্থিক সংকটে পড়ে এবং গত ডিসেম্বরে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার মো. আল মামুন সিকদার বলেন, ‘বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে। পরে আমরা এবং স্থানীয় প্রশাসন বিষয়টি দেখছি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

নাজমুস সাকিব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর