আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫, ২১:৫২
-682219322d6f2.jpg)
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি কর্মীর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ মে) দুপুরের দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ।
এই মামলার ২২ জন আসামি উচ্চ আদালতের নির্দেশে চার সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালত জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন।
ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ জানান, সোমবার ছিল আসামিদের উচ্চ আদালত থেকে জামিনে থাকার শেষ দিন। এজন্য আজ ২২ জন আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে শুনানি শেষে আদালত অসুস্থ বিবেচনা করে আবুল কালাম ভেন্ডার (৬৫) নামে এক আসামির জামিন মঞ্জুর করলেও বাকি ২১ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশি প্রহরায় আদালত চত্বর থেকে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
জামিন নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মতিউর রহমান শিপলু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ইকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী, সাবেক পৌর কাউন্সিলর আজিজুর রহমান তালুকদার, ইউপি সদস্য আবুল বাশার শেখ ও সুলতান মাহমুদ প্রমুখ।
এ ছাড়া জামিন নামঞ্জুর হওয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে রয়েছেন বাদশা সিকদার, আসলাম মোল্যা, তবিবুর রহমান, সেলিম শেখ, আব্দুল কুদ্দুস, আজিজ খন্দকার, শহিদুল ইসলাম, আইয়ুব আলী, আবুল হোসেন ও হাসান মিয়া।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
রাকিব/বিএইচ