Logo

সারাদেশ

জামালপুরে উপবৃত্তির টাকা না পেয়ে সড়ক অবরোধ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ২১:৫৯

জামালপুরে উপবৃত্তির টাকা না পেয়ে সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

সোমবার (১২ মে) দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় গেইটপাড়-পাঁচরাস্তা মোড় অবরোধ করে এ আন্দোলন করে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থী মারুফ আনোয়ার, ইসমাইল হোসেন প্রান্ত ও লিয়ন হাসান অভিযোগ করে বলেন, সরকার আমাদের ৫ হাজার করে টাকা উপবৃত্তি দেয়। এবারেও টাকা এসেছে। ২২৯ জন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৭ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেলেও বাকি শিক্ষার্থীরা এখনও উপবৃত্তির টাকা দেওয়া হয় নি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সুরাহা হয়নি।

এ বিষয়ে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী কোর্স সমন্বয়কারী খাইরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানের ইউজার আইডি হ্যাক  হওয়ার কারণে ২২৯ জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৭ জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে বাকি ২২২ জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা জমা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে ।’

মেহেদী হাসান/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর