Logo

সারাদেশ

স্কুলে খেলছিল শিশুরা, ‘মাদকাসক্ত’ চালকের গাড়িতে ঝরল সাদিয়ার প্রাণ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৮:১৮

স্কুলে খেলছিল শিশুরা, ‘মাদকাসক্ত’ চালকের গাড়িতে ঝরল সাদিয়ার প্রাণ

ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কারের ধাক্কায় সাদিয়া খাতুন (৯) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিন শিক্ষার্থী। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থী খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম ‘মাদক সেবন করে’ প্রাইভেট কার চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হঠাৎ গাড়িটি গিয়ে সোজা বিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে এবং খেলা করা শিশুদের ওপর উঠে যায়। এতে সাদিয়া খাতুনসহ চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সাদিয়াকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

আহত অপর তিন শিক্ষার্থী একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হল, কাশিপুর গ্রামের মিলন হোসেনের মেয়ে ফারিয়া খাতুন (৯), রফিকুল ইসলামের ছেলে নাঈম (৮) ও আলমগীর হোসেনের মেয়ে সুমাইয়া (১০)।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে। কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, শিশুর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত সেলিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার বিরুদ্ধে এর আগেও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ রয়েছে।

এম বুরহান উদ্দীন/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর