কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীর অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৮:৫৭

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা মাঠ এলাকায় কৃষি জমির টপ সয়েল অবৈধভাবে সংগ্রহ ও বিক্রি করছিলেন স্থানীয় মাটি ব্যবসায়ী খোরশেদ আলম। এ অপরাধে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে শাহরাস্তি থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
- আলআমিন ভূঁইয়া/এটিআর