Logo

সারাদেশ

কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীর অর্থদণ্ড

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৮:৫৭

কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীর অর্থদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এ দণ্ডাদেশ দেন। 

উপজেলা প্রশাসনের তথ্য মতে, শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা মাঠ এলাকায় কৃষি জমির টপ সয়েল অবৈধভাবে সংগ্রহ ও বিক্রি করছিলেন স্থানীয় মাটি ব্যবসায়ী খোরশেদ আলম। এ অপরাধে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট  নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে শাহরাস্তি থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

  • আলআমিন ভূঁইয়া/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর