-6822b74c3b1be.jpg)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মমতা বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জিল্লুর রহমান (৪০) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মমতা বেগম উত্তর লক্ষ্মীপুর নজেরবাড়ি এলাকার মতিউর রহমানের স্ত্রী। গুরুতর আহত জিল্লুর রহমানকে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ভাতিজা মোবারক মিয়া জানান, দীর্ঘ ৪০ বছর ধরে একটি জমি তারা ভোগদখল করে আসছেন। জমিতে থাকা একটি আম গাছ থেকে প্রতিবছর ফল সংগ্রহ করলেও এবার প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া (৫৫) গাছটির মালিকানা দাবি করে।
সোমবার বিকেলে জিল্লুর রহমান গাছ থেকে আম পাড়তে গেলে কালু মিয়া ও তার লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় জিল্লুর গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার মা মমতা বেগমকে বল্লম দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।