কুড়িগ্রামে অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:১৬

কুড়িগ্রাম পৌর শহরের চর কুড়িগ্রাম সিএন্ডবি মোড় এলাকায় অনুমোদনহীন ‘সততা আইসক্রিম’ ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে ৫২ বস্তা আইসক্রিমজাত পণ্য, ৮ ধরনের ভেজাল খাদ্যসামগ্রী ও একটি প্যাকেজিং মেশিন জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (১২ মে) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাঈদা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ ও প্রশাসন সূত্র জানায়, ফ্যাক্টরির মালিক মো. আলমগীর হোসেন দীর্ঘ দুই বছর ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশুদের জন্য আইসক্রিম, পটেটো চিপসসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে আসছিলেন। এসব পণ্যে ব্যবহার করা হতো ক্ষতিকর কেমিক্যাল ও কৃত্রিম রঙ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আলমগীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মো. আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, অনুমোদনহীন ভেজাল খাদ্য উৎপাদন করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও পণ্য ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের এই অভিযান চলবে।
- ফজলুল করিম ফারাজী/এটিআর