Logo

সারাদেশ

ধানক্ষেতে ডেকে নিয়ে কিশোরকে খুন, র‌্যাবের জালে মূল ঘাতক

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:৪৬

ধানক্ষেতে ডেকে নিয়ে কিশোরকে খুন, র‌্যাবের জালে মূল ঘাতক

ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর ওয়ার্কশপ শ্রমিক হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. ইসমাইল বেপারীকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, ইসমাইল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামের আওয়াল বেপারীর ছেলে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

আধিপত্য বিস্তার, বটগাছের জট কাটা ও পুরোনো শত্রুতাকে কেন্দ্র করে ভিকটিম ইয়াসিন খালাসী (১৬) ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ১০ মে রাত ৮টার দিকে ইসমাইল বেপারী মোবাইল ফোনে ইয়াসিনকে তার বাড়ির পাশের ধানক্ষেতে ডেকে নেয়।

সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রসজ্জিত অবস্থায় ইয়াসিনকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে। ভিকটিম বাধা দিলে ১ নম্বর আসামির নির্দেশে ২ নম্বর ও ৯ নম্বর আসামি তার পেটে ছুরিকাঘাত করে নাড়িভুঁড়ি বের করে ফেলে। এরপর অন্য আসামিরা লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এসময় মৃত্যু নিশ্চিত করতে কিল-ঘুষি ও লাথি মেরে তাকে ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বজনরা ইয়াসিনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। ভিকটিমের বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র‌্যাব-৫ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

আসামিরা ঘটনার পর আত্মগোপনে চলে যায়। তবে র‌্যাব-৫ এর সিপিএসসি ইউনিট বিশেষ অভিযানে অংশ নিয়ে চৌকস কৌশলে ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী মহানগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে তাদের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ইসমাইল বেপারীকে ভাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর