Logo

সারাদেশ

কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৬:৪১

কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

বজ্রপাতে নিহত যুবক শরিফ হোসেন (২৬)। ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে এক যুবক। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার জোর পুসকুরুণী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি,  জোর পুসকুরুণী এলাকার কামাল হোসেনের ছেলে শরিফ হোসেন (২৬)। 

নিহতের স্বজনরা জানান, সকালে ঝড়ো বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে যায় শরিফ হোসেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তথ্য সংগ্রহ করছে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর