Logo

সারাদেশ

অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার, বেকারি মালিকের অর্থদণ্ড

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৭:৪৬

অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার, বেকারি মালিকের অর্থদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ, অব্যবস্থাপনায় বেকারি পরিচালনার দায়ে মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ মে) বেলা আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

উপজেলা প্রশাসন জানায়, ঠাকুর বাজার এলাকায় বি-বাড়িয়া ফুড এন্ড বেকারিতে অব্যবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।  

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম শাকিল। আইন শৃঙ্খলায় সহায়তা করে শাহরাস্তি থানা পুলিশ।

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর