Logo

সারাদেশ

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিজিবি সদস্য

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৮:০৬

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিজিবি সদস্য

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার। ছবি : বাংলাদেশের খবর

ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার। তিনি বর্তমানে পঞ্চগড় ব্যাটালিয়নে (১৮ বিজিবি) কর্মরত।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন।

ইসলাম ধর্ম গ্রহণের পর সিপাহী সুরাঞ্জন কুমার নতুন নাম গ্রহণ করেছেন মো. আবু সুফিয়ান (৩০)। তার স্ত্রী রূপা রানী দাস হয়েছেন মোছা. সামিয়া জান্নাত (২৪), কন্যা উষসী রানী দাস হয়েছেন মোছা. সাবিহা সুলতানা (৪), আর ছেলে সায়ান দাস হয়েছেন মো. আবু সানাফ।

জানা গেছে, রাজশাহীর বাঘা থানার কলিগ্রামের বাসিন্দা আবু সুফিয়ান ও তার পরিবার ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে এবং ২৪ অক্টোবর পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ধর্মান্তর হওয়া মো. আবু সুফিয়ান বলেন, ‘ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। আল্লাহ তায়ালাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র মালিক।’

তার স্ত্রী সামিয়া জান্নাত বলেন, ‘আমরা বিশ্বাস করি, আল্লাহ নিরাকার ও অবিনশ্বর। আর হযরত মোহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। আমরা কারও প্ররোচনায় নয়, সম্পূর্ণ স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে ইসলাম গ্রহণ করেছি।’

এসকে দোয়েল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর