জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:১৬

ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আটজনের পরিবারের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া সঞ্চয়পত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূর-এ-আলম ও সহকারী কমিশনার শাহানা আফরোজ উপস্থিত ছিলেন।
সঞ্চয়পত্র পাওয়া শহীদ পরিবারের সদস্যরা হলেন-দিনাজপুর সদর, বীরগঞ্জ, চিরিরবন্দর ও বিরল উপজেলার আট শহীদ—রবিউর ইসলাম রাহুল, রুদ্র সেন, আল আমিন সরকার, আশিকুল ইসলাম, সুমন পাটোয়ারী, আসাদুল হক বাবু, জিয়াউর রহমান ও মাসুম রেজা অন্তরের পিতা, মাতা বা স্ত্রী।
রহমত আল আকাশ/এআরএস