Logo

সারাদেশ

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগপন্থীদের পদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:২২

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগপন্থীদের পদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, পথসভা ও কুশপুত্তলিকা দাহের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩মে) বেলা ১১টায় কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনে এসে শেষ হয়।

বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কলেজ কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে ছাত্রলীগপন্থীদের টাকা নিয়ে পদ দেওয়া হয়েছে। এতে সংগঠনের তৃণমূলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ছাত্রলীগ করত এমন কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। আমরা কখনো পদের জন্য রাজনীতি করিনি, কিন্তু এমন পকেট কমিটি মেনে নেওয়া হবে না।’

ছাত্রদল কর্মী সাহরিয়ার শেখ বলেন, ‘আমার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে, অথচ আমাকে প্রশ্নবিদ্ধ করে বাদ দেওয়া হয়েছে। ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করতে হবে।’

আরেক কর্মী বলেন, ‘প্রতীকীভাবে কেন্দ্রীয় নেতা রিয়াদের কুশপুত্তলিকা দাহ করে আমাদের ক্ষোভ প্রকাশ করেছি।’

পথসভা ও কুশপুত্তলিকা দাহের পর কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াদ ইকবালের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর