কলকাতায় আনার হত্যার এক বছর : মরদেহের খণ্ডাংশের জন্য অপেক্ষা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:৩৭

ছবি : সংগৃহীত
ভারতের কলকাতায় সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার এক বছর পূর্ণ হলো আজ। তবে এক বছরে এখনও তার মরদেহের খণ্ডাংশ পরিবারের কাছে পৌঁছায়নি। আনোয়ারুল আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন দ্রুত মরদেহের খণ্ডাংশ পাওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত বছরের ১২ মে কলকাতায় যান সাবেক এমপি আনার। সেখানে তিনি বরাহনগরের এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন। ১৩ মে তিনি নিখোঁজ হন। ২২ মে নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তার খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। এ ঘটনায় মুমতারিন ফেরদৌস ডরিন অপহরণের অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন বাংলাদেশে এবং ২ জন ভারত ও নেপালে আটক আছেন। তবে আনারের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহীন এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘২০২৪ সালের নভেম্বরে ভারতে গিয়ে আমি ডিএনএ দিয়েছি। সিআইডি জানিয়েছে, মরদেহের খণ্ডাংশের সাথে আমার ডিএনএ মেলে। তবে এখনো আনুষ্ঠানিক কাগজপত্র পাইনি।’
তিনি আরও জানান, হত্যার সাথে জড়িতরা জামিনের চেষ্টা করছে, যা তদন্তে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া, এক বছরের মধ্যে তিনি বাবার দাফন করতে পারেননি, যা তার জন্য অত্যন্ত কষ্টের।
তবে, শেরেবাংলা নগর থানার তদন্ত কর্মকর্তা বাহাউল্লাহ খান-এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।