
ছবি : বাংলাদেশের খবর
পাবনায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার আয়োজনে ভোক্তা অধিকারবিষয়ক সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে শহরের দিলালপুরে সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম।
ক্যাবের জেলা সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০ম শ্রেণির সাব্বির প্রামানিক প্রথম, ৭ম শ্রেণির আরাফাত হোসেন নাবিল দ্বিতীয় ও ১০ম শ্রেণির রিয়াদ খান তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভা সঞ্চালনা করেন ক্যাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম। বক্তব্য দেন এমএস গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম ফারুক, প্রধান শিক্ষক ইয়াকুব আলী, ক্যাবের মহিলা বিষয়ক সম্পাদক ও শিক্ষক উম্মে সালমা কোহিনূর এবং সাবেক অভিভাবক সদস্য শহীদুল ইসলাম লালু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওলানা সোরহাব হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এআরএস