Logo

সারাদেশ

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে মহাসড়ক অবরোধ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ২০:০১

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয়ভাবে ত্রিশালে উদযাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে ত্রিশালের নজরুল অডিটরিয়ামসংলগ্ন মহাসড়কে এ অবরোধ চলে প্রায় আধা ঘণ্টা। এতে উভয় পাশে তীব্র যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

আন্দোলনকারীরা জানান, নজরুলের শৈশবের স্মৃতি বিজড়িত ত্রিশালেই কবির জাতীয় জন্মজয়ন্তী পালনের যৌক্তিকতা রয়েছে। এখানে রয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমি, নজরুল স্কুলসহ একাধিক প্রতিষ্ঠান ও কবির স্মৃতিচিহ্ন।

তারা বলেন, নজরুল ত্রিশালের মাঠে-ঘাটে বিচরণ করেছেন, শুকনি বিলে বাঁশি বাজিয়েছেন। এই অঞ্চলের মানুষ কবিকে হৃদয়ে ধারণ করে। তাই নজরুল মঞ্চেই জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হওয়া উচিত।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি জানান, বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। দাবিটি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে সোমবার নজরুল প্রেমীরা একই দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

নাজমুস সাকিব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর