Logo

সারাদেশ

রাজশাহী নার্সিং কলেজে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ২০:২১

রাজশাহী নার্সিং কলেজে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কলেজ চত্বরে হামলা, পাল্টা হামলা ও মারধরের এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী শিক্ষার্থীও রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, যোগ্য শিক্ষক নিয়োগসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে আলাদা ব্যানারে আন্দোলন করে আসছিল বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা। এসব দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার কলেজের অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইন নার্সিংয়ের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন শিক্ষার্থী।

সভাকক্ষে বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে ডিপ্লোমা শিক্ষার্থীদের কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা কলেজের গেটের বাইরে অবস্থান নেন, আর বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা ভেতরে গেট বন্ধ করে অবস্থান নেন। এ সময় একাধিকবার গেট ভাঙার চেষ্টা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের উপস্থিতিতেই গেট ভেঙে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে ইটপাটকেল ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়া। আহত হন অন্তত ১০ জন। ঘটনার সময় কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রাজশাহী নগর পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুর রহমান বলেন, ‘উত্তেজনা প্রশমনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দলও পরে ঘটনাস্থল পরিদর্শন করে।’

পিটার মিসাইল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর