ঝুঁকিপূর্ণ ডিমলা থানা ভবনে আতঙ্কে পুলিশ সদস্যরা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২১:২৫

ছবি : বাংলাদেশের খবর
ঝুঁকিপূর্ণ ভবনে দায়িত্ব পালন করছেন নীলফামারীর ডিমলা থানার পুলিশ সদস্যরা। ১৯৮৩ সালে নির্মিত দ্বিতল ভবনটির ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি কক্ষে ফাটল, খসে পড়া ছাদ। উন্মুক্ত রডের কারণে তৈরি হয়েছে ভয়াবহ পরিবেশ। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে, ঘরের ভেতরে তৈরি হয় কাদা ও পিচ্ছিলতা। রান্নাঘর ছিদ্র হয়ে ছাদ দিয়ে পানি ঢুকে পড়ে, দেখা দেয় পোকামাকড়ের উপদ্রব।
থানার একজন কনস্টেবল বলেন, ‘মাথার ওপর সবসময় আতঙ্ক কাজ করে, কখন ছাদ ভেঙে পড়ে জানমালের ক্ষতি হয়।’ আরেকজন যোগ করেন, ‘ঘুমাতে গেলে ছাদ থেকে খসে পড়া মাটি গায়ে পড়ে। বর্ষায় ঘরে পানি জমে যায়।’
জানা যায়, বর্তমানে এই ভবনে একজন পরিদর্শক, একজন তদন্ত কর্মকর্তা, ১১ জন এসআই, ৮ জন এএসআইসহ প্রায় ৬০ জন পুলিশ সদস্য কাজ করছেন। ভবনের দুরবস্থার কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, ‘জরাজীর্ণ ভবনে কাজ করাটা প্রতিনিয়ত আতঙ্কের বিষয়। আমরা বহুবার সংস্কার ও নতুন ভবনের আবেদন করেছি, তবে তেমন অগ্রগতি নেই।’
স্থানীয়রা বলছেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত নতুন ভবন নির্মাণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই।
রাসেদ খান/এআরএস