Logo

সারাদেশ

মিঠাপুকুরে সেনা অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ২১:৫৮

মিঠাপুকুরে সেনা অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর পলাশবাড়ি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আইয়ুব আলী (৪৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি ওই এলাকার মৃত ভোলা মোল্লার ছেলে।

আইয়ুব আলী দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে একাধিক গোয়েন্দা সংস্থা তথ্য দিলে তাকে গ্রেপ্তারে পরিকল্পনা নেওয়া হয়।

১২ মে রাত ১১টার দিকে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের আওতাধীন ৭২ ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পীরগঞ্জ ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয় বিন বাশার। সেনা সদস্যদের সঙ্গে পুলিশের একটি দলও অংশ নেয়। যৌথ অভিযানে আইয়ুব আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তার বাড়ি থেকে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন ১৩ মে ভোর ৪টার দিকে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আইয়ুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রাখিবুল হাসান রাখিব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর