Logo

সারাদেশ

আশুলিয়ায় পুকুরে ভাসছিল ২ শিশুর মরদেহ

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:৩৪

আশুলিয়ায় পুকুরে ভাসছিল ২ শিশুর মরদেহ

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলেন- পাবনার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুরের মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক মিয়া (৯)। তারা উভয়ে মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার ওই পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত শিশুর পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকেই ওই দুই শিশু নিখোঁজ ছিল। বুধবার সকালে পুকুরে ভাসমান লাশের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে। পরে তারা শিশু দুইটির লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ জানান, খবর পেয়ে পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হাসান ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর