Logo

সারাদেশ

গাজীপুরে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৪:১৯

গাজীপুরে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের উত্তর ছায়াবিথী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরনের মেয়ে। 

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালীম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা ফ্যাসিবাদী সরকারের সময়ে ঝুটের ব্যবসা করতেন। তিনি মেম্বার ছিলেন। গোপন সূত্রে আমরা জানতে পারি, নারায়ণগঞ্জের মেয়র আইভী গ্রেপ্তার হওয়ার পর গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন। জসুদা শ্রমিক বিক্ষোভে ইন্ধন দিচ্ছেন। এছাড়াও ৫ আগস্টের পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদের উসকানি দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততা থাকার তথ্য আমাদের কাছে রয়েছে।

জয়দেবপুর থানার ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জসুদাকে বিজ্ঞ আদালতে হাজির করব। পরে তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে তার রিমান্ড চাওয়া হবে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, জসুদা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার সুবাদে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় একটি শিশু আহত হওয়ার মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী লীগের সময়ে তিনি স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে অবৈধভাবে জোরপূর্বক ঝুট ব্যবসা করতেন।

কাজী মো. আব্দুল মান্নান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর