জুয়ার আসরে পুলিশের ধাওয়া, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৭:২৩

ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে জুয়ার আসরে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ হওয়া সাবেক এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার কলপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হাফিজুর রহমান লিটন (৪৮) উপজেলার কলপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, মঙ্গলবার দুপুরে খাওয়া শেষ করে হাফিজুর বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পরিবার ও বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়।
নিহতের চাচা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনার সময় হাফিজুরসহ আরও কয়েকজনের মোবাইল ফোন নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটকও করে। পরে টাকার বিনিময়ে আবার ছেড়েও দেয়। লাশ পাওয়ার খবর দেওয়ার পর ঘটনাস্থল ১০ মিনিটের পথ হলেও পুলিশ তিন ঘণ্টা পর এসে উপস্থিত হয়। এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের একটি খালপাড়ে জুয়া খেলা চলছিল। এমন খবরে সাড়ে ৬টার দিকে বৌলতলী পুলিশ ফাঁড়ির এএসআই শামীমের নেতৃত্বে একটি টিম সেখানে গিয়ে ধাওয়া করে।
সেখানে থাকা হাফিজুর রহমানসহ ১০-১৫ জন দিগ্বিদিক ছোটাছুটি করে পালিয়ে যায়। হাফিজুর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। বুধবার সকালে একটি পুকুরপাড়ে হাফিজুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পলাশ শিকদার/এমবি