সুনামগঞ্জে আ.লীগ নেতার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৭:৪১

ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেজাউল আলম নিক্কুর বাসা থেকে চম্পা বেগম (১৯) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, বাড়ির মালিকের ছেলে শুভ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
চম্পা দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা। তার বাবা বাদশা মিয়া বলেন, ‘তিন বছর আগে ওই বাসায় কাজ করতো চম্পা। তখন নির্যাতনের শিকার হওয়ায় তাকে ফিরিয়ে আনি। পরে নিক্কুর অনুরোধে আবার পাঠাই। কয়েকদিন ধরেই মারধরের কথা জানাচ্ছিলো। এবার আর বেঁচে ফিরল না।’
চাচা পিয়ার আলীর অভিযোগ, ‘চেয়ারম্যানের ছেলে শুভ মেয়েটিকে হত্যা করে জানালায় ঝুলিয়ে রেখেছে। মেয়েটি থাকতো নিচতলায়, কিন্তু মরদেহ পাওয়া গেছে শুভর কক্ষের জানালায়। আমরা আসার পর কাউকে পাইনি, সবাই পালিয়েছে।’
অভিযুক্ত শুভর ভাই অ্যাডভোকেট ইশতিয়াক আলম পিয়াল বলেন, ‘সকালে মরদেহ দেখে পুলিশে খবর দিই। পরে জানতে পারি, মেয়েটির একজন ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। সে রাতে নাকি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছে।’
স্থানীয় বাসিন্দা তিমন চৌধুরী জানান, ‘নিক্কুর পরিবারের ব্যবহার খারাপ, এটি কেউ বলতে পারবে না। তবে তদন্তেই প্রকৃত ঘটনা জানা যাবে।’
সুনামগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মনিবুর রহমান জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।’
এআরএস