Logo

সারাদেশ

‘জংলি’ সিনেমায় মানিকগঞ্জের আফ্রিদি

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:১২

‘জংলি’ সিনেমায় মানিকগঞ্জের আফ্রিদি

ছবি : বাংলাদেশের খবর

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন মানিকগঞ্জের তরুণ সাংবাদিক আফ্রিদি আহাম্মেদ। ২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতরের দিন মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’, যেখানে অভিনয় করেছেন মানিকগঞ্জের তরুণ সাংবাদিক আফ্রিদি আহাম্মেদ। এটি তার সিনেমায় প্রথম অভিনয়, যেখানে তিনি ছোট একটি চরিত্রে হাজির হয়েছেন।

সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে, বিশেষ করে ঢাকার সিনেপ্লেক্সগুলোতে চলছে এবং ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এতে নায়ক সিয়াম আহমেদ এবং নায়িকা শবনম বুবলি মূল ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও, সিনেমায় অভিনয় করেছেন নৈঋতা হাসিন, রাশেদ মামুন অপু, সোহেল খান, আরফান মৃধা শিবলু, শহীদুজ্জামান সেলিম, সুব্রত বড়ুয়া, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, এবং গুলশান আরা আহমেদসহ দেশের খ্যাতনামা শিল্পীরা।

আফ্রিদি আহাম্মেদ, যিনি বর্তমানে মানিকগঞ্জে দৈনিক ‘বাংলাদেশের খবর’ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত, সিনেমায় রাশেদ মামুন অপুর সঙ্গে আদালত চত্বরে একটি কথোপকথন করেছেন।

এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘এটি আমার সিনেমায় প্রথম অংশগ্রহণ, যদিও চরিত্র ছোট, তবে ব্যাপক সাড়া ফেলেছে। পরিচিত অনেকেই সিনেমা দেখে আমাকে খুঁজে বের করেছেন। এম রাহিম এবং সিয়ামের মতো বড় শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

সিনেমাতে অভিনয়ের পর আফ্রিদি আরো বলেন, ‘অবশ্যই, যদি সুযোগ আসে, আমি আবারও সিনেমায় কাজ করতে চাই এবং তাতে আনন্দিত হব।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর