Logo

সারাদেশ

প্রবাসীর বাড়িতে গাঁজার গুদাম, মা-মেয়ে গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:১৪

প্রবাসীর বাড়িতে গাঁজার গুদাম, মা-মেয়ে গ্রেপ্তার

কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন মির্জানগর গ্রামে মালয়েশিয়া প্রবাসীর বাড়ি থেকে পাঁচ মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ মে) ভোররাতে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম, ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক ও এএসআই ফয়েজ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জানগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৭) ও মেয়ে ইসরাত জাহান (১৯)। অভিযানের সময় বাড়ির একটি কক্ষে রাখা ১০টি বড় বস্তা থেকে প্রায় ৫ মণ গাঁজা জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ নামে তিন সহযোগী পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এসপি স্যারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। বাসায় বিপুল পরিমাণ গাঁজা রাখার দায়ে দুই নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর