Logo

সারাদেশ

কুষ্টিয়ায় মেলা শুরু না হতেই বন্ধের ঘোষণা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:৩৬

কুষ্টিয়ায় মেলা শুরু না হতেই বন্ধের ঘোষণা

কুষ্টিয়া হাইস্কুল মাঠে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পুনাকের ব্যানারে মেলা আয়োজনের অভিযোগে মেলার কার্যক্রম বন্ধ করে দেয় কুষ্টিয়া জেলা প্রশাসন।

অথচ এরই মধ্যে মেলার গেট, স্টল, সৌন্দর্যবর্ধক উপকরণ ও বিভিন্ন ধরনের বিনোদনের আনুষঙ্গিক কার্যক্রম সম্পূর্ণ প্রস্তুত ছিল। সকল স্টলের ব্যবসায়ীরা ইতোমধ্যে ডেকোরেশন করে পণ্য সাজিয়ে রেখেছেন বিক্রির আশায়।

প্রশাসনের পক্ষ থেকে মেলা উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও হঠাৎ জানানো হয়, এ মেলা আর উদ্বোধন করা হবে না। সবাইকে মেলা গুটিয়ে চলে যেতে হবে। আকস্মিক এ ঘোষণায় মেলার আয়োজক কমিটি ও ব্যবসায়ীরা স্তব্ধ হয়ে পড়েছেন।

জানা গেছে, মেলা আয়োজনে ইতোমধ্যে প্রায় এক কোটি টাকা খরচ হয়ে গেছে। এখন মেলা গুটিয়ে নিতে হলে আরও ১০-১৫ লাখ টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে কয়েক শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র জানায়, কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এনএস রোড সংলগ্ন কুষ্টিয়া হাইস্কুল মাঠে ‘এক মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্য মেলা ২০২৫’ নামে এ মেলার আয়োজন করা হয়। মেলায় কাপড়, ইলেকট্রনিক্স, খেলনা, খাবার ও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডার বসানো হয়েছে।

এ বিষয়ে একাধিক দোকানদার বলেন, আমরা প্রায় ১০-১৫ দিন ধরে স্টল ডেকোরেশন করে পণ্য সাজিয়েছি। প্রতিটি দোকানে ২-৩ জন কর্মচারী রয়েছে। ধারদেনা করে এ মেলায় অংশ নিয়েছি। এ মেলার আয়েই আমাদের সংসার চলে। কিন্তু হঠাৎ মেলা বন্ধের খবরে আমরা দিশেহারা হয়ে পড়েছি।

তারা আরও বলেন, আমরা তো মেলা করেই খাই। অন্য কোনো পেশা জানি না। আমাদের পরিবার-পরিজন, এমনকি সন্তানদের লেখাপড়াও এ মেলার আয়ের উপর নির্ভর করে। এখন মেলা গুটিয়ে নিতে হলেও যে খরচ লাগবে, সেটাও আমাদের হাতে নেই। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি- আমাদের মেলার অনুমতি দিন, আমাদের বাঁচান।

মেলা পরিচালনা কমিটির সদস্য মো. মহসিন আলী বাংলাদেশের খবরকে বলেন, আমরা প্রায় এক কোটি টাকা খরচ করেছি। প্রশাসন শুরুতে অনুমতি দিলেও শেষ মুহূর্তে এসে মেলা বন্ধের ঘোষণা আমাদের দিশেহারা করে দিয়েছে। যদি মেলা বন্ধই করতে হয়, তবে আমরা সবাই চরম ক্ষতির মুখে পড়ব। আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি- মেলাটি যেন চালুর অনুমতি দেওয়া হয়।

আকরামুজজামান আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর