রংপুরে পাঠাগার ও স্কুল নির্মাণে বাধা, বিশিষ্টজনদের প্রতিবাদ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:৫৫
-6824aedc69b7c.jpg)
রংপুরের অন্নদানগরে একটি কমিউনিটি লাইব্রেরি ও স্কুল নির্মাণে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক। শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এক যৌথ বিবৃতিতে বলেন, এই উদ্যোগে বাধা দেওয়া মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন সমাজ গঠনের বিরুদ্ধে যায়।
বিবৃতিতে বলা হয়, অন্নদানগরের শরলার বিল আশ্রয়ণ প্রকল্পে কবি ও সমাজকর্মী মীর রবির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পাঠাগার ও স্কুল নির্মাণ শুরু হয়। কিন্তু রওশন জামিল নামের একজন সমন্বয়ক পরিচয়ে নিজেকে দাবি করে তার কিছু সহযোগীসহ কাজটি বন্ধ করতে বাধা দেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঠিকাদারকে ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধে বাধ্য করেন। এমনকি উদ্যোক্তা মীর রবিকেও হুমকি দেওয়া হয়।
বিবৃতিদাতারা বলেন, এমন একটি প্রকল্প বাস্তবায়িত না হলে আশ্রয়ণ প্রকল্পের অন্তর্ভুক্ত প্রায় ৪৫০টি ভূমিহীন পরিবারের শিশু-কিশোররা শিক্ষা ও সংস্কৃতি থেকে বঞ্চিত হবে। এতে সমাজে বৈষম্য আরও প্রকট হবে এবং সুবিধাবঞ্চিত শিশুরা জ্ঞানচর্চার সুযোগ হারাবে।
বিবৃতিতে আরও বলা হয়, পাঠাগার ও স্কুল কেবল শিক্ষা নয়, সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের অপচেষ্টা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে অধ্যাপক আনু মুহাম্মদ, সলিমুল্লাহ খান, ইমতিয়াজ শামীম, শহীদ ইকবাল, রাজীব নূর, শাহেদ কায়েস, রোকনুজ্জামান রোকনসহ অনেকে স্বাক্ষর করেন।
ডিআর/বিএইচ