Logo

সারাদেশ

ইট বোঝাই ট্রলির চাপায় শিশু নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:০১

ইট বোঝাই ট্রলির চাপায় শিশু নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ইট বোঝাই ট্রলির চাপায় কেশব বাবু নামে এক শিশু নিহত হয়েছেন।

বুধবার (১৫ মে) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কেশব বাবু গোবিন্দগঞ্জের নাকাইহাট এলাকার সুজন চন্দ্র ও ছন্দা রানী দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেশব বাবু তার মা ও নানির সঙ্গে ভ্যানযোগে মাঠের হাটে ডাক্তার দেখাতে যাচ্ছিল। পথিমধ্যে পবনাপুর-ডাকঘরগামী পাকা সড়কের মোস্তফাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শিশু কেশব বাবু মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। পুলিশ ট্রলিটি হেফাজতে নেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর