Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় কিশোরীদের নিয়ে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মশালা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:৩৬

আলফাডাঙ্গায় কিশোরীদের নিয়ে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় কিশোরীদের নিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কিশোরীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ মে) উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার চারটি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। এতে সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার। কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিয়াজ মুস্তাফি চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায় ও গাইনী বিশেষজ্ঞ ডা. সুমাইয়া খান সুকন্যা।

এ সময় কর্মশালায় কিশোরীদের শারীরিক পরিবর্তন, স্বাস্থ্য ও পুষ্টি, সুষম খাবার, স্বাস্থ্যবিধি, শারীরিক ব্যায়াম, আত্মপরিচয়, চাপ ও উদ্বেগ, সহানুভূতি ও সমর্থন, সঠিক তথ্য সচেতনতা, আত্মহত্যা প্রবণতা, মাদকাসক্তি, সঙ্গী নির্বাচন, বাল্যবিবাহ প্রভৃতি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় তারা নানা রকম স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকেন। তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। এ সময় শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক পরামর্শ ও ধারণা তাদের চিন্তামুক্ত, স্বাভাবিক ও সুন্দর জীবনযাপনে সহায়তা করতে পারে। সেজন্য কিশোরীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এইচকে/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর