কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:১৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরের মৃত কাশেম আলীর ছেলে মো. রফিক মিয়া (২২) হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুনীর আব্দুল আলীমের ছেলে মো. আজহারুল ইসলাম (২৩) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়ার তনু মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৩৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার বিকেলে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুর রউফ ভুঁইয়া/এমবি