Logo

সারাদেশ

রাতের আঁধারে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের আগুন

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৩:০৬

রাতের আঁধারে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের আগুন

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ফিলিং স্টেশনে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে সময়মতো অটোরিকশাচালক ও পাম্প কর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে কুয়াকাটার একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। 

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে কাপড় বাঁধা দুই ব্যক্তি স্টেশনের একটি ওয়াল টপে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সড়কে চলাচলরত অটোরিকশা চালকদের নজরে পড়লে তারা পাম্পের স্টাফদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাম্প স্টাফ সাদ্দাম বলেন, রাতে ডিউটি শেষে ঘুমিয়ে যাই। রাত আনুমানিক ২টার দিকে অটোরিকশা চালকদের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেলে পাম্পের পেছনে আগুন জ্বলতে দেখে তাদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।

পাম্প মালিক কাদের ফরাজী বলেন, রাতে আমার ফোনে কল আসে পাম্পে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দেখি পরিত্যক্ত দুটি পাম্প মেশিন ও ৭টি খালি ড্রামে আগুন দেওয়া হয়েছে। পরে সিসিটিভি ফুটেজে দেখি, অজ্ঞাত দুজন লোক মুখে কালো কাপড় বেঁধে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে আগুনের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাকারিয়া জাহিদ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর