
সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির কারামুক্ত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
বাউল গানের কলি ফেসবুকে পোস্ট করার ঘটনায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির এগারোদিন হাজতবাস শেষে কারামুক্ত হয়েছেন।
বুধবার (১৪ মে) সকালে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাতমাথা মোড়ে ‘মুক্ত মঞ্চে’ তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন বগুড়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এর আগে মঙ্গলবার বগুড়া সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, গত ৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বাউল গানের কলি পোস্ট করার ঘটনায় সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৪ মে শাজাহানপুর উপজেলার খরনা কর্মকার পাড়ার এক ব্যক্তি বগুড়া সদর থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনার পর বগুড়ার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংবাদপত্রে লেখালেখি ও কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।
জুয়েল হাসান/এমবি