মাহিন্দ্রা-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৪:২২

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীয় যাত্রীবাহী মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রার যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় গাড়ির চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মুরাদ কাজী, মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল ও পলাশ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
মিজান/এমবি