
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরে জেলার উন্নয়নের দাবিতে জেলা প্রেসক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এক নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে অস্টমীতলা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ব্যাপক জনসমাগম ঘটে।
জেলাবাসির দাবিগুলোর মধ্যে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেললাইন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন করা।
জানা গেছে, ১৯৮৪ সালে শেরপুরকে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হলেও ৪১ বছর পর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জেলার প্রায় ১৬ লাখ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এতে শেরপুরবাসী আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত জেলা বাসি।
এসময় জেলায় উন্নত চিকিৎসা ব্যবস্থা, উচ্চ শিক্ষার্থে বিশ্ববিদ্যালয়, যোগাযোগের ক্ষেত্রে রেল নেটওয়ার্কের সংযোগ, পর্যটন খাতের উন্নয়ন এবং ব্যবসা প্রসারে অর্থনৈতিক জোন নির্মাণের দাবি করেন বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী জাহিদুল হক মনির বলেন, আমাদের শেরপুরকে এগিয়ে নিয়ে যেতে শেরপুর প্রেসক্লাব উদ্যোগ নিয়েছে। এতে আমরা ঘরে না বসে থেকে সবার সঙ্গে এক হতে রাস্তায় নেমেছি।
আমরা চাই শেরপুরের একটি মেডিক্যাল কলেজ, রেললাইন, পর্যাটন খাতে উন্নয়ন, কৃষিখাতে উন্নয়ন।
স্কুল ছাত্র রায়হান বলেন, আমরা স্কুলের পড়াশোনা শেষ করে ভালো কোন কলেজে শেরপুর পড়তে পারি নাই। কারণ আমাদের শেরপুরে স্বাধীনতার এত বছর পরও কোন ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয় হয় নাই। আমরা চাই শেরপুরে এসব হোক।
কলেজ ছাত্রী লিমা বলেন, ‘আমরা মেয়ে মানুষ স্কুল শেষ করে কলেজে ওঠলে মেডিক্যাল বা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শেরপুরের বাইরে যেতে হয়। কিন্তু পাশের জেলা জামালপুরের মেয়েরা তাদের জেলায় পড়াশোনা করতে পারে কারণ তাদের অনেককিছুই আছে। কিন্তু আমাদের নাই। আমরা চাই আমাদের জেলায় থেকে পড়াশোনা শেষ করতে।’
চরশেরপুরের কৃষক করিম মিয়া বলেন, ‘আমরা কৃষকরা রাস্তায় নামছি। কারণ কৃষিমুন্ত্রী আছিল তাও কোন কৃষকের উন্নয়ন হয় নাই। আমরা কৃষকরা কষ্ট করি মেলা কিন্তু আমাগো জন্য আগের সরকার কিছুই করে নাই। আমাদের এলাকার রাস্তা গুলা পাক কাদায় ভরা। আমরা কোন কিছুর সঠিক দাম পায় না।’
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা জানান, আমরা আজকে মানববন্ধনের ডাক দিয়েছিলাম। এতে পুরো জেলার মানুষ অংশগ্রহণ করেছে। এপরও যদি উন্নয়ন না হয় তাহলে সকলকে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
কাকন রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জামাতের আমির মাও. মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আওয়াল চৌধুরী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ, শহর বিএনপির সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।শাহরিয়ার সাকির/এমআই