পটুয়াখালীতে ‘বগা সেতু’ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৭:৩১

ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীতে দুমকী, বাউফল, দশমিনা ও গলাচিপাসহ চার উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ‘বগা সেতু’ দ্রুত বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সামনে এ মানববন্ধন পালন করা হয়।
সেতু বাস্তবায়ন পরিষদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রুম্মান, সদস্য মোহাম্মদ সাইদুর রহমান খান, অ্যাডভোকেট মো. রুহুল আমিন, শাহাবুদ্দিন সাবু, সবুজ তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, লোহালিয়া নদীর ওপর বগা সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে গতি সঞ্চার হবে।
সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রুম্মান জানান, ২০১৬ সালে চীনা প্রতিনিধি দলের সামনে বগা সেতুর গুরুত্ব উপস্থাপন এবং ২০১৭ সালে বেকুটিয়ার সঙ্গে বগা সেতুর সমঝোতা স্বাক্ষর হয়। কিন্তু পরিতাপের বিষয়, বেকুটিয়া সেতুর কাজ ২০১৮ সালে শুরু হলেও বগা সেতুর ডিপিপি এখনো সম্পন্ন হয়নি।
বক্তারা অবিলম্বে বগা সেতুর ডিপিপির কাজ সম্পন্ন করে প্রধান প্রকৌশলীর দপ্তরে প্রেরণের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মোজাহিদুল ইসলাম নান্নু/এমআই