Logo

সারাদেশ

পলাশে ব্র্যাকের নতুন অফিস উদ্বোধন

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:২৭

পলাশে ব্র্যাকের নতুন অফিস উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেট সংলগ্ন জব্বার বিলার দ্বিতীয় তলায় ব্র্যাকের নতুন অফিসের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আশরাফুর রহমান এবং সঞ্চালনা করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. মুস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম এবং রিজিওনাল হিসাব ব্যবস্থাপক মানিক সূত্রধর।

উদ্বোধনী পর্বে অতিথিরা কেক কেটে অফিসের দ্বার উন্মোচন করেন।

বক্তব্যে সভাপতি আশরাফুর রহমান বলেন, ‘ব্র্যাক একটি উন্নয়ন প্রতীক, যা মানুষের জীবনে আশার আলো জাগায়। আমি নিজেই এর দ্রুত ও হয়রানিমুক্ত সেবার অভিজ্ঞতা পেয়েছি।’

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ-এর প্রতিষ্ঠিত ব্র্যাক এখন শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও কার্যক্রম পরিচালনা করছে, যা আমাদের জন্য গর্বের।’

অনুষ্ঠান শেষে মুফতি আল আমিনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর