Logo

সারাদেশ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:৩৭

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামালেরপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আফজাল হোসেন (৫৫), তার চাচাতো ভাতিজা মোশারফ হোসেন  (২৭) এবং নাতি মিলন মিয়া (২৫)। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু।

তিনি বলেন, মিলনের বাবার ঘরে বিদ্যুতের মিটার ছিল। মিটারটি পুড়ে তার ছিঁড়ে যায়। সেই তার টিনের বেড়ার সঙ্গে লেগে যায় এবং বিদ্যুতায়িত হয়। সেটা বুঝতে না পেরে মোশাররফ ঘরের টিনের চালে উঠতে গিয়ে বিদ্যুতায়িত হন। এরপর তাকে রক্ষা করতে গিয়ে মিলন বিদ্যুতায়িত হন। একইভাবে আফজাল হোসেনও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আতাউর রহমান সোহেল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর