Logo

সারাদেশ

নৌকায় এসে গরু চুরি, গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:৪০

নৌকায় এসে গরু চুরি, গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুরের শিবচরে গরু চুরির অভিযোগে শাহিন সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের সিংহ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।আহত শাহিন চরজানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামের সেলিম সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, শাহিনসহ কয়েকজন নৌকায় করে বজলু মাদবরের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসেন। তারা ঘরের দরজা বাইরে থেকে আটকে গরুর ঘরে ঢোকার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হন। তখন ডাকাতরা পালানোর চেষ্টা করে, কিন্তু শাহিন ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘শাহিন সরকার দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দাপট দেখিয়ে আসছিলেন। গরু চুরির ঘটনায় আমরা আগেই তাকে সন্দেহ করছিলাম।’

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর