Logo

সারাদেশ

গোপালগঞ্জে সওজ কার্যালয়ে দুদকের অভিযান

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:২৯

গোপালগঞ্জে সওজ কার্যালয়ে দুদকের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদকের দল সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অবস্থান নিয়ে ঘোনাপাড়া থেকে টেকেরহাট পর্যন্ত নির্মাণাধীন আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের কাগজপত্র তলব করে।

পরবর্তীতে গণমাধ্যমকে সোহরাব হোসেন জানান, সড়ক নির্মাণে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়াসহ মেয়াদ বাড়ানোর পরও সঠিকভাবে কাজ সম্পন্ন হয়নি। রেকর্ডপত্র পর্যালোচনা শেষে প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর