Logo

সারাদেশ

সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় বৈশাখী মেলায় জনস্রোত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৩৯

সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় বৈশাখী মেলায় জনস্রোত

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে, অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় জমে উঠেছে ঐতিহাসিক বৈশাখী মেলা।

বুধবার বিকেলে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা এবং কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ মে) আবহাওয়া অনুকূলে থাকায় মেলায় উপচে পড়েছে জনসমাগম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের পসরা ঘিরে মেতে উঠেছে শিশুসহ সব বয়সী মানুষ।

কালভৈরবী পূজাকে কেন্দ্র করে জমিদার হরি কিশোর রায় চৌধুরী যে মেলার সূচনা করেন, সেই ঐতিহ্য মেনেই প্রতি বছর বৈশাখের শেষ বুধবার থেকে শুরু হয় তিন দিনব্যাপী এই উৎসব।

মেলাকে ঘিরে সাংস্কৃতিক আয়োজন, কবি-সাহিত্যিকদের উপস্থিতি ও গ্রামীণ পণ্যের সরব উপস্থিতি রাঙিয়ে তুলেছে পুরো এলাকা।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর