সুনামগঞ্জে ঈদুল আজহায় ৩০ হাজার চামড়া সংরক্ষণের পরিকল্পনা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৪৪

ছবি : বাংলাদেশের খবর
আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
সভায় জানানো হয়, জেলায় গবাদিপশুর প্রায় ৫২ হাজার চামড়া সংগ্রহ হবে। এর মধ্যে ৩০ হাজার চামড়া সংরক্ষণ করা হবে। কাঁচা চামড়া প্রক্রিয়াজাতে লবণের মূল্যবৃদ্ধি এবং বাজারে অস্থিরতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানান কর্মকর্তারা।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, বিসিক উপব্যবস্থাপক এমএনএম আসিফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোশাররফ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ আলেম-ওলামা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
এআরএস