হিলিতে প্রথমবার চাষ ব্রি ধান-১০১, সম্ভাবনা উচ্চ ফলনের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৫৪

ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের হিলিতে বোরো মৌসুমে প্রথমবারের মতো চাষ হয়েছে উচ্চ ফলনশীল ব্রি ধান-১০১। হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকায় এক কৃষকের জমিতে বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ ধান কাটার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম ও কৃষক মাহমুদুল চৌধুরী উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ‘প্রথমবারের মতো হাকিমপুরে ব্রি ধান-১০১ চাষ হয়েছে। এটি চিকন জাতের এবং ফলনও বেশি হওয়ায় ভবিষ্যতে এর আবাদ বাড়ানো হবে।’
কৃষি বিভাগ জানিয়েছে, প্রতি বিঘায় ৩০ থেকে ৩২ মণ পর্যন্ত ফলনের সম্ভাবনা রয়েছে।
এআরএস