Logo

সারাদেশ

রওশন এরশাদের পৈত্রিক বাড়ি ‘সুন্দর মহল’ ভাঙচুর

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ২১:০৩

রওশন এরশাদের পৈত্রিক বাড়ি ‘সুন্দর মহল’ ভাঙচুর

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ময়মনসিংহের পৈত্রিক বাড়ি ‘সুন্দর মহল’ ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে নগরীর পণ্ডিতপাড়া গঙ্গাদাস গুহ রোডে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা ‘সুন্দর মহল নয়, দালাল মহল’ স্লোগান দেন। এর আগে শিল্পাচার্য জয়নুল উদ্যান এলাকায় কিশোর গ্যাং, মাদকসেবী ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন করেন তারা।

আন্দোলনকারীদের দাবি, রওশন এরশাদ অতীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন ‘বিনা ভোটের’ নির্বাচনসমূহে সমর্থন দিয়েছেন এবং বিরোধী দলের ভূমিকায় থেকেও আওয়ামী লীগকে সহায়তা করেছেন। তাদের ভাষ্য, এর মাধ্যমে তিনি গণতন্ত্র হত্যার অংশীদার হয়েছেন।

জানা গেছে, রওশন এরশাদের পৈত্রিক বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি ‘কুটুমবাড়ি’ নামে একটি রেস্টুরেন্টের কাছে ১২ বছরের জন্য ভাড়া দেওয়া হয়। এর বিরুদ্ধে ২৩ এপ্রিল আন্দোলনকারীরা মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। কোনো পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার তারা রেস্টুরেন্ট নির্মাণকাজে বাধা দিয়ে ভাঙচুর চালান।

জাতীয় পার্টির মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল সেলিম বলেন, পারিবারিক সিদ্ধান্তে বাড়িটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির ভেতরে রওশন এরশাদের মায়ের কবর রয়েছে বলেও জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট নির্মাণকাজ বন্ধ করে দিয়ে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর