Logo

সারাদেশ

মির্জাপুরে পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতির সময় আটক ২

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ২১:০৯

মির্জাপুরে পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতির সময় আটক ২

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেন মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার শ্যামপুর থানার করিমুল্লাহ বাগ এলাকার আব্দুল হালিমের ছেলে কাউছার আকরাম (৫৭) ও চট্টগ্রামের বোয়ালমারী থানার পূর্ব গুমদী এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে মো. শতকত আলী।

পুলিশ জানায়, রাতে মহাসড়কে টহলরত অবস্থায় ধেরুয়া এলাকায় একটি নোয়াহ গাড়ির পাশে কয়েকজনকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে পরিচয়পত্র ও থানার নাম জানতে চাইলে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি ওভারকোট ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জুয়েল মিয়া জানান, গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি রাশেদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রাব্বি ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর