Logo

সারাদেশ

কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভে সাংবাদিকের ওপর হামলা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:২৯

কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভে সাংবাদিকের ওপর হামলা

কুমিল্লা নগরীতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ চলাকালে সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি ডান হাঁটুর ওপরের অংশে ছুরিকাঘাত করে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় বাহার রায়হানকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার ছুরিকাঘাতের স্থানে তিনটি সেলাই দিতে হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার বিষয়ে সাংবাদিক বাহার রায়হান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। আমি ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে কয়েকজন এসে আমার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পুলিশের এক কর্মকর্তা এগিয়ে এলে তারা সরে যায়।

তিনি আরও জানান, পূবালী চত্বরে ওই বিক্ষোভের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্স আটকে পড়লে তিনি বলেন, ‘আপনারা পদবঞ্চিত হয়েছেন, ঠিক আছে, কিন্তু রাস্তা অবরোধ না করে নেতার বাড়ির সামনে যান।’ এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তার ওপর চড়াও হয় বলে অভিযোগ করেন তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রায়হান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের স্বাক্ষরিত পৃথক চিঠিতে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের দুটি আংশিক কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় অনুমোদন দেওয়া হয়।

১৩ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির সভাপতি হয়েছেন নাহিদ রানা, সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু। ৬ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে সভাপতি করা হয়েছে কাজী জোবায়ের আলম জিলানীকে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান।

কমিটি ঘোষণার পর রাতে প্রথমে শুভেচ্ছা মিছিল বের করেন নবনির্বাচিত নেতাকর্মীরা। পরে পদবঞ্চিতদের একটি অংশ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, আমরা কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েছি। তবে পদবঞ্চিতদের মধ্য থেকে কেউ কেউ রাতে বিক্ষোভ করেছে। সেই সময় সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, হামলাকারীরা বাহার রায়হানকে চড়থাপ্পড় মারার পাশাপাশি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছি।

  • এনজে/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর