
বরিশালের গৌরনদীতে পিকআপ ভ্যানের চাপায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বার্থী বাজার এলাকাধীন ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম তালহা (২০)। তিনি উপজেলার প্রার্থী গ্রামের আজাদ বেপারীর ছেলে এবং গৌরনদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বার্থী বাজারে ছরো মেম্বারের বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে করে বের হচ্ছিলেন তালহা ও তার দুই বন্ধু। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার মুহূর্তে একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তালহার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত হন হীমেল গোমস্তা (২৬) ও শাহীন মাল (১৮)। আহত হীমেলের পিতা নুর আলম গোমস্তা এবং শাহীনের পিতা সোহেল মাল। তারা দুজনেই বার্থী গ্রামের বাসিন্দা।
আহতদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ঘাতক পিকআপটি বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে বার্থী এলাকায় মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে একজন নিহত ও দুজন আহত হন। ঘটনার পরপরই চালক পিকআপটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক পিকআপটি শনাক্ত ও চালককে আটকে অভিযান শুরু করেছে পুলিশ।
- এস এম মিজান/এটিআর