
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফ, কুতুবদিয়া, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে টেকনাফ বিসিজি স্টেশনে আনুষ্ঠানিকভাবে এসব মাদক পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা। এসব মাদক ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সময়ে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও শাহপরীর আউটপোস্টের অভিযানে উদ্ধার করা হয়।
কমান্ডার সালাউদ্দিন জানান, কোস্ট গার্ড ও র্যাবের সমন্বয়ে পরিচালিত ১২টি মাদকবিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার হয়। উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকা। আদালতের নির্দেশে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
ইব্রাহীম মাহমুদ/এমবি