Logo

সারাদেশ

গৌরনদীতে অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৫:৫৮

গৌরনদীতে অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদীতে দুটি ট্রাক থেকে প্রায় ৬০ লাখ টাকার চিংড়ির রেণু পোনা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ট্রাক দুটির চালকদেরও আটক করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো ড-১১-৫৭৮০ ও ঢাকা মেট্রো ড-১৪-৮৬০৭) দুটি ট্রাক আটক করেন। এতে ৪০টি ড্রামে প্রায় ৩০ হাজার চিংড়ির রেণু পাওয়া যায়।

আটক ট্রাক চালক মাসুদ হাসান ও বাবুল হোসেন জিজ্ঞাসাবাদে জানান, এ রেণু ভোলা থেকে মেহেন্দীগঞ্জে আনা হয়েছিল। পরে ট্রাকে করে তা বাগেরহাটে পাঠানো হচ্ছিল। গৌরনদী পৌঁছানোর পর পুলিশের হাতে ধরা পড়েন তারা।

অভিযানে জব্দকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছেন গৌরনদী উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি’র নির্দেশে রেণুগুলো আড়িয়াল খার শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়।

রেনু অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হাসান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ স্থানীয় ব্যক্তিরা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মো. জুয়েল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এস এম মিজান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর