Logo

সারাদেশ

‘চান্দের গাড়ি’ পাহাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ৩৫

Icon

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৬:২০

‘চান্দের গাড়ি’ পাহাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ৩৫

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী ‘চান্দের গাড়ি’ পাহাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ সময় নারী, শিশুসহ আরও ৩০/৩৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম-থানছি সড়কের কলা ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সবাই মুরং সম্প্রদায়ের লোকজন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদম-থানছি সড়কের ২৬ কিলো থংপং কারবারি পাড়া থেকে মেনপা কারবারি পাড়া গ্রামে বেড়াতে যাওয়ার পথে যাত্রীবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম হাসপাতাল ও পার্শ্ববর্তী চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বেলাল আহমদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর