Logo

সারাদেশ

বগুড়ায় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৭:৩১

বগুড়ায় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে জেলা পুলিশ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ মে) জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে চুরি, দস্যুতা ও নারী নির্যাতনসহ ছয়টি মামলা রয়েছে। বাকি পাঁচজন তাদের সহযোগী হিসেবে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুরের মুজিবনগর থানার মহাজনপুর দক্ষিণপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে সোহেল রানা (৩৭), সোনাতলা থানার হলিদাবগা এলাকার আমজাদুলের ছেলে শাওন (২৮), গাইবান্ধার ফুলছড়ি থানার হানিফপাড়া এলাকার নুরুল হোসেনের ছেলে হারুন মিয়া (৪৭), পলাশবাড়ী থানার ঘোড়াবান্ধা এলাকার মৃত আব্দুল কাফির ছেলে হাবিবুর রহমান শাহিন (৫০), ফুলছড়ি থানার চন্দিয়া ভবানীগঞ্জ এলাকার মৃত বক্তার হোসেনের ছেলে মজিদ মিয়া হাওলাদার (৪৫), মমিন হাওলাদার (২৯) ও পলাশবাড়ী থানার ঘোড়াবান্ধা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে সঞ্জু মিয়া (৩০)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে বিক্রি করত।

আসামিদের বিরুদ্ধে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জুয়েল হাসান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর